ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবির চলমান সব পরীক্ষা স্থগিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
রাবির চলমান সব পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা বন্ধ থাকবে।

আগামী ২৪ মে’র আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে রাতে রাবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ড. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রণালয় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিলে তো আমাদের কিছুুই করার থাকে না। রাবি উপাচার্য আদিষ্ট হয়ে নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

গত ২ জানুয়ারি থেকে রাবিতে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হয়। কয়েকটি বিভাগের পরীক্ষা শেষ হলেও আইন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান ছিল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।