ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান 

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
জাবিতে হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান  জাবিতে হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান।

জাবি: আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এরআগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থানের মাধ্যমে শেষ হয়।

হল খুলে দেওয়াসহ শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, গেরুয়ায় বিশ্ববিদ্যালয়ের গেট নির্মাণ।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আহত সব শিক্ষার্থীর ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহনের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার সিন্ধান্ত আমাদের হাতে নেই। এটা সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকার হল খোলার সিদ্ধান্ত দিলেই আমরা হল খুলে দিবো।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।