ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে বশেফমুবিপ্রবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
শিক্ষার্থীদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে বশেফমুবিপ্রবি

ঢাকা: বাঙালির স্বপ্ন সারথি বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বশেফমুবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় একটি মডেল বিশ্ববিদ্যালয় করতে চাই।

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাতে একথা বলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউজিসিতে প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের দপ্তরে এ সাক্ষাৎ হয়।  

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।  

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, সরকার মানসম্মত উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।  

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ও আধুনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।  

নতুন এ বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন ইউজিসির সদস্য প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।  

এদিকে সাক্ষাৎকালে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদকে নিজের লেখা সম্প্রতি প্রকাশিত ‘অদম্য বাংলাদেশ’ বইটি শুভেচ্ছা উপহার হিসেবে দেন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।