ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪২তম বিসিএস: পরীক্ষাকেন্দ্রে ৩১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
৪২তম বিসিএস: পরীক্ষাকেন্দ্রে ৩১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা: ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা কেন্দ্রের ভিতর ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। এছাড়াও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কন্ট্রোলরুমের জন্য আরও ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।


 
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাধারণক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছে।
 
নিয়োগকৃতদের আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় পিএসসিতে অনুষ্ঠেয় সেমিনারে উপস্থিত এবং পরীক্ষার দিন সকাল ১০টায় পিএসসিতে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।