ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে জাপান স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ঢাবিতে জাপান স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১৫ টি দেশের ৩৭ টি বিশ্ববিদ্যালয় ও ৭ টি গবেষণা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ই-কনফারেন্স শুরু  হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান "ইন্টারন্যাশনাল ই-কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ এরা" শীর্ষক এই কনফারেন্সের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নওকি ইতো। উদ্বোধনী অধিবেশনটির সভাপতিত্ব করেন জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্বে এটি একটি গ্র্যান্ড কনফারেন্স। চতুর্থ শিল্প বিপ্লবের ফলাফলগুলি সমন্বিত করার মাধ্যমে এসডিজির লক্ষমাত্রা অর্জন করা যেতে পারে, যেখানে জাপান শীর্ষস্থানে অবস্থান করছে। জাপানিজ স্টাডিজ বিভাগ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত নওকি ইতো বলেন,  ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ ইতিমধ্যে একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। জাইকা এবং অন্যান্য সমস্ত জাপানী সংস্থা বাংলাদেশে কাজ করছে। জাপানিজ স্টাডিজ বিভাগের একাডেমিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর থেকে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনটির শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসকেবি/এসএমএক/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।