ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কক্সবাজার ডিসি কলেজে নবনির্মিত ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কক্সবাজার ডিসি কলেজে নবনির্মিত ভবন উদ্বোধন

কক্সবাজার: কক্সবাজার ডিসি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের বৈইল্লা পাড়ায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামাল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, ডিসি কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদেরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এসবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।