ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন  শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন 

ইবি: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ মহান বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে প্রশাসন।  এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে দেন।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।