ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির আইইআর’র নতুন পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
রাবির আইইআর’র নতুন পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি যোগদান করেন।

যোগদানের বিষয়ে অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আজ আইইআর’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার বিভাগ থেকে প্রেষণে আইইআর’র পরিচালকের দায়িত্ব নিয়েছি।

অধ্যাপক ড. চিত্তরঞ্জন ভারতের যাদপপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। প্রখ্যাত এ ইতিহাসবিদের রয়েছে একাধিক পুস্তক। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।