ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি: আংশিক ও পূর্ণ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন শুরু করে। মানববন্ধনে শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ১৮ মার্চ করোনা ভাইরাস মহামারির কারণে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। এরফলে বন্ধ হয়ে যায় স্নাতক শেষ বর্ষের পরীক্ষা। কয়েকটি বিভাগে ৩-৪টি পরীক্ষা হওয়ার মধ্যেই বন্ধের ঘোষণা আসে। এরফলে স্নাতক শেষ না করেই বাড়ি চলে যান তারা। অপরদিকে, পরীক্ষা শেষ না হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে আবেদনে করতে ব্যর্থ হচ্ছে তারা।

শিক্ষার্থীরা আরো জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষার তারিখ প্রকাশ করেলেও ইবি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন। উপাচার্য শিক্ষার্থীদের আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন (ইউজিসি) এ অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের অপেক্ষা করতে বলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবদিকদের বলেন, আগামী ১৩ ডিসেম্বর পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভা আছে। ওই সভায় পরীক্ষা নেওয়ার বিষয়ে কি সিন্ধান্ত আসে তার অপেক্ষায় আছি। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।