ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবি প্রেসক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক বাংলানিউজের তারিক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ইবি প্রেসক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক বাংলানিউজের তারিক মাসুম (বাঁয়ে) ও তারিকুল

ইবি: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইবি করেসপন্ডেন্ট তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা  শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে নতুন কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদের প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলাট্রিবিউনের প্রতিনিধি), দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকালের প্রতিনিধি), কোষাধ্যক্ষ আহসান নাঈম (বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি)।

এছাড়া প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব (জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি), কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদের), শাহাদাত তিমির (কালের কণ্ঠের), মুনজুরুল ইসলাম নাহিদ (দৈনিক সমাচারের প্রতিনিধি) এবং আদিল সরকার (দৈনিক সময়ের আলোর প্রতিনিধি) মনোনীত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশানের দায়িত্ব পালন করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শাখা কর্মকর্তা কানন আজিজ।

নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।