ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এপিইউবির নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এপিইউবির নিন্দা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

রোববার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এপিইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, নির্যাতিত-নিপীড়িত অসহায় বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক।

মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের এ মাসে প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধী চক্র কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা পক্ষান্তরে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। তাদের এ দুস্কর্ম বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি।

এ ঘটনায় জড়িত ও মদদদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে দেশের হাজার বছরের শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্য বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে উন্নয়ন বিমুখ মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার হীন উদ্দেশ্য এ দেশের শিক্ষিত সমাজ সফল হতে দেবে না।

এ ব্যাপারে এপিইউবিরর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।