ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে ৩৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১
কুমিল্লা বোর্ডে ৩৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

লক্ষ্মীপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) কুমিল্লা বোর্ডে ৩৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এ হার গত বছরের তুলনায় দ্বিগুণ।

অপরদিকে, বোর্ডের সেরা ২০-এর মধ্যে রয়েছে ১১টি স্কুল।

গত বছর এর সংখ্যা ছিল ১৫৪। গত বছর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ফেল থাকলেও এ বছর বোর্ডে এ রকম কোনো প্রতিষ্ঠান নেই।

কুমিল্লা বোর্ডে এবার সেরা ২০-এর তালিকায় প্রথমে রয়েছে ফেনী র্গালস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।

কুমিল্লা ক্যাডেট কলেজ বোর্ডে সেরা তালিকায় ২য়। ৫০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন, পাসের হার শতভাগ।

কুমিল্লা জেলা স্কুলেও পাসের হার শতভাগ। তালিকায় ৩য়। এ প্রতিষ্ঠানের ৩৭৬ জনের সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২২১ জন।

৪র্থ হয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও পাসের হার শতভাগ। ২৩৩ জনের সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৭ জন। এটি বোর্ডের ৬ষ্ঠ তালিকায় রয়েছে ।

কুিমল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও শতভাগ পাস। ১১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৯ জন। এটি শীর্ষ ২০-এর তালিকায় ৯ম।

কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ৭৯ জনের সবাই পাস করেছে । জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। তালিকায় এ প্রতিষ্ঠানের অবস্থান ১৪তম।

১৫তম স্থানে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সবাই । জিপিএ ৫ পেয়েছে ২২ জন।

কুমিল্লার আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের ৯৯ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। শীর্ষ তালিকায় স্থান ১৬তম।

চাদঁপুরের হাজীগঞ্জ আল কাউসার স্কুলেও পাসের হার শতভাগ। ৫০ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। এটি তালিকায় ১৭তম।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।