ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: বোর্ড ও জেলায় শীর্ষে রাজশাহী ক্যাডেট কলেজ

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসি: বোর্ড ও জেলায় শীর্ষে রাজশাহী ক্যাডেট কলেজ

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন চলতি বছর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ।

শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বোর্ড এবং জেলায় দাপটের সাথে শীর্ষ স্থান অধিকার করেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান।



শুরু থেকেই ভালো ফলাফল করার সোনালী ইতিহাস রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজের। তা আরো একবার প্রমাণ করেছে এখানকার মেধাবী শিক্ষার্থীরা।

এ বছর জেএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মোট ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে সাবাই পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও চুল পরিমাণ ব্যতিক্রম ঘটেনি।

বুধবার সারা দেশের ন্যায় রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ বিকাল সাড়ে ৪টার দিকে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করে।

প্রাপ্ত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলায় প্রথম স্থানের গৌরব অর্জন করায় ছাত্র-শিক্ষকরা আনন্দে ফেটে পড়ে।

এ সময় প্রাপ্তির আনন্দে প্রতিষ্ঠানের সকলের মধ্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। তাদের উল্লাসের বার্তা কলেজ ক্যাম্পাসের কানায় কানায় পৌঁছে যায়। এমন ফলাফলে শিক্ষকরাও বেজায় খুশি।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ধ্রুব অনির্বান, শাকিল আহম্মেদ ও আমির হামজা খান পলক জানান, কঠোর অধ্যাবসায় ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এবার সফলতা তাদের তালু বন্দি হয়েছে।

এতে তারা আবারো উজ্জিবীত হয়েছে। ভবিষ্যতে তাদের এ সাফল্য অটুট রাখতে যারপরনাই চেষ্টা করবে বলে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।  

জেএসসি পরীক্ষার সাফল্যের ব্যাপারে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ কেএম ইকবাল আজিম বলেন, ‘ভালো ফলাফল করার পেছনে পরীক্ষার্থীদের যেমন নিরলস পরিশ্রম আছে তেমনি শিক্ষকদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। ’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে অনেক প্রচেষ্টা রয়েছে। এখানকার শ্রেণীকক্ষে শিক্ষকম-লীর ঘন ঘন মডেল টেস্ট গ্রহণ, কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাঠ উপস্থাপন ও বিভিন্ন চেষ্টার ফসল রাজশাহী ক্যাডেট কলেজের এ অভাবনীয় সাফল্য। ’

তিনি সকল অভিভাবক শিক্ষকম-লীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও একই সাথে ভবিষ্যতে এ কর্মধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।