ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দেশের সেরা ১০

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
দেশের সেরা ১০

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ ৫ প্রাপ্তির হারের দিক থেকে এ স্কুল মানদ- নির্ণয়ের ১০০ পয়েন্টের মধ্যে ৯২ দশমিক ৮৬ পয়েন্ট পেয়েছে।



২য় সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ। দু কলেজেরই প্রাপ্ত পয়েন্ট ৯১।

কুমিল্লা ক্যাডেট কলেজের অবস্থান ৩য় পর্যায়ে। এ কলেজের প্রাপ্ত পয়েন্ট ৯০ দশমিক ৪০।

এরপরেই রয়েছে পাবনা ক্যাডেট কলেজের অবস্থান। পয়েন্ট পেয়েছে ৮৯ দশমিক ৮৪।

বরিশাল ক্যাডেট কলেজ ৮৯ দশমিক ৩১৭ পয়েন্ট পেয়ে রয়েছে ৫ম স্থানে।

৮৮ দশমিক ১১ পয়েন্ট পেয়ে যশোর খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল ফুলতলা রয়েছে ৬ষ্ঠ স্থানে।

৮৮ দশমিক ০৮ পয়েন্ট পেয়ে ৭ম স্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

৮৭ দশমিক ১৩ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

নবম স্থানে রয়েছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রাপ্ত পয়েন্ট ৮৭ দশমিক ০৮।  

দশম স্থানে রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। প্রাপ্ত পয়েন্ট ৮৬ দশমিক ৯৮।

বাংলাদেশ সময়: ১৯০৫, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।