ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নিয়মিত ক্লাস টেস্টেই সাফল্য : সেন্ট জোসেফ অধ্যক্ষ

স্টাফ করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
নিয়মিত ক্লাস টেস্টেই সাফল্য : সেন্ট জোসেফ অধ্যক্ষ

ঢাকা: শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস টেস্ট নেয়ার জন্যই জেএসসি পরীক্ষায় সাফল্য এসেছে বলে মনে করেন সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হ্যারল্ড ডি রড্রিক্স।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ভালো ফল করা স্কুলগুলোর তালিকায় সেন্ট জোসেফের স্থান ৯ম।

এ প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ১৬৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এদের মধ্য থেকে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন।

হ্যারল্ড ডি রড্রিক্স বাংলানিউজকে বলেন, আমাদের স্কুলে শিক্ষার্থীদের ১ দিন পর পর ক্লাস টেস্ট নেয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় নিয়মিত থাকে। আর অতিরিক্ত মডেল টেস্ট নেয়ার প্রয়োজন হয় না।

তিনি বলেন, এখানকার শিক্ষার্থী এবং অভিভাবকরা সবাই তাদের কর্তব্যের ব্যাপারে সচেতন। এবং শিক্ষক-শিক্ষিকারাও যথাসাধ্য চেষ্টা করেন শিক্ষার মান বৃদ্ধিতে।

এ যৌথ সহযোগীতার ফলে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।

এছাড়াও স্কুলে অপেক্ষাকৃত দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ নজর দেয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ১৭১৪; ২৮ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।