ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম ভোলা

কাউছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম ভোলা

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার  ফলাফলে গত বছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে ভোলা জেলা।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে- যথাক্রমে পটুয়াখালী ও ঝালকাঠী জেলা।

গত বছরও এ দুই জেলা দ্বিতীয় ও তৃতীয় হয়।

এছাড়া গত বছর বরিশাল ৪র্থ, বরগুনা ৫ম ও পিরোজপুর জেলা ৬ষ্ঠ স্থান পায়। এ বছরও একই ধারা অব্যাহত রয়েছে।

ভোলা

ভোলা জেলার ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৫৮ জন ও মেয়ে ৪ হাজার ৯৬৮জন।

এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৭৩ জন। ছেলে ৫ হাজার ২৭৯ জন ও মেয়ে ৪ হাজার ৭৯৪জন।

ভোলায় পাসের হার ৯৬.৬১ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ২৬২ জন। এর মধ্যে ছেলে ১৩৯ জন ও মেয়ে ১২৩ জন।

পটুয়াখালী

এ জেলার ২৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১০৪ জন।

পাসের হার শতকরা হার ৯৩.৭৫।

জেলায ৭ হাজার ৩৫৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৮৬৪ জন এবং ৬ হাজার ৬১৯ জন মেয়ে পরীক্ষর্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ২৪০ জন।

জিপিএ-৫ পেয়েছে ৩০২ জন। এর মধ্যে ছেলে ১৩৮ জন ও মেয়ে ১৬৪ জন।

ঝালকাঠি

এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪১ জন ছেলে ও ৮০ জন মেয়ে।

এখানে পাসের হার ৯৩ দশমিক ১৬ ভাগ।

১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৩শ ৭২ জন। ছেলে ৩ হাজার ৭শ ১৯ জন এবং মেয়ে ৪ হাজার ৬শ ৫৪ জন।

পাস করেছে ৭ হাজার ৮শ জন পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৪শ ৩৯ জন এবং মেয়ে ৪ হাজার ৩শ ৬১ জন।

বরিশাল

এ জেলায় পাসের হার ৯৩ দশমিক ০৬ ভাগ।

অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৬৩৭ জন। এর মধ্যে ছেলে ১৩ হাজার ৪৯৮ জন ও মেয়ে ১৫ হাজার ১৩৯জন।

পাস করেছে ২৬ হাজার ৬৫১ জন, যার মধ্যে ছেলে ১২ হাজার ৫৮৫ জন ও মেয়ে ১৪ হাজার ৬৬ জন।

জিপিএ-৫ পেয়েছে ৭৯৪ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৪২৩ জন ছেলে ও ৩৭১ জন মেয়ে।

বরগুনা

এ জেলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছেলে ৪ হাজার ৪শ ৫৯ জন ও মেয়ে ৪ হাজার ৫৩৪ জন।

এদের মধ্যে পাস করেছে ৮ হাজার ২৬৯ জন। তার মধ্যে ছেলে ৪ হাজার ২৮ জন ও মেয়ে ৪হাজার ২৪১ জন।

পাসের শতকরা হার ৯১.৯৫ ভাগ।

জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন। এদের মধ্যে ছেলে ১০৬ জন ও মেয়ে ১১৯ জন।

পিরোজপুর

২৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৪৯৯ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৫৩৯ জন এবং মেয়ে ৬ হাজার ৯৬০ জন।

পাস করেছে ১১ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী। এর  মধ্যে ছেলে ৪ হাজার ৯৩৩ জন এবং মেয়ে ৬ হাজার ৩৮৩ জন।

এখানে পাসের হার ৯০ দশমিক ৫৪ ভাগ।

এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৮৯ জন ছেলে ও ৯৩ জন মেয়ে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।