ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে প্রাথমিক-ইবতেদায়িতে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বরিশালে প্রাথমিক-ইবতেদায়িতে মেয়েরা এগিয়ে

বরিশাল: বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়িতে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ ও ইবতেদায়িতে পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।

যেখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছেলেদের গড় পাসের হার ৯৬ দশমিক ২৫ শতাংশ।

সেখানে মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গড় হিসেবে মেয়েদের পাসের হার ১ দশমিক ১৯ শতাংশ বেশি।  

অপরদিকে ইবতেদায়িতে ছেলেদের গড় পাসের হার ৯৬ দমশিক ১২ শতাংশ। সেখানে মেয়েদের পাসের হার ৯৮ দশমিক ৫ শতাংশ। গড় হিসেবে মেয়েদের পাসের হার ১ দশমিক ৯৩ শতাংশ বেশি।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে এ বিভাগে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭ জন এবং ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন।  

জিপিএ-৫ এর মধ্যে প্রাথমিকে ছেলেরা পেয়েছে ৪ হাজার ৮৪৯টি ও মেয়েরো ৮ হাজার ১৬৮টি। ইবতেদায়িতে ছেলেরা পেয়েছে ২৯৮টি ও মেয়েরা পেয়েছে ৩০৭টি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।