ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি-টেন মিনিট স্কুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি-টেন মিনিট স্কুল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি-টেন মিনিট স্কুল।

ঢাকা: বছরের সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাওয়ার্ড (আইইএ)’ পেল দেশের বৃহত্তম ডিজিটাল স্কুল রবি-টেন মিনিট স্কুল।

রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আইইএ সামিটে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের একটি অংশ হচ্ছে আইইএ, যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়।

বিনামূল্যে দেশের তরুণদের কাছে মানসম্মত ডিজিটাল শিক্ষা কনটেন্ট পৌঁছে দেওয়ায় ‘বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম অব ২০১৯’ পুরস্কার পেয়েছে প্ল্যাটফর্মটি।

রবি-টেন মিনিট স্কুলের (www.robi10minuteschool.com) অনন্য বৈশিষ্ট্য হলো- দেশের যে কোনো প্রান্ত থেকে মানসম্মত শিক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা। জনপ্রিয় এ প্ল্যাটফর্মটি সম্প্রতি ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি স্টার্টাপ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমআইএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।