ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার দুই কেন্দ্র বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার দুই কেন্দ্র বেড়েছে

বরিশাল: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে দু’টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এ নিয়ে বরিশাল বোর্ডে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ১৭৮টি।

বুধবার (২৫ ডিসেম্বর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে ১৭৮টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে বরিশাল জেলায়। সবচেয়ে কম ঝালকাঠিতে।  

বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ভোলা ও পিরোজপুর জেলায় ২৩টি, বরগুনায় ২২টি পটুয়াখালীতে ৩০টি ও ঝালকাঠিতে ১৭টি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে।  

এ তালিকা শুধুমাত্র ২০২০ সালের এসএসসি পরীক্ষার জন্য বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।