ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান ইজহারুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান ইজহারুল

ঢাকা: ইজহারুল ইসলাম ভূঁইয়া এসেছেন বিশেষ এক গাড়িতে চড়ে। অটোরিকশার আদলে তৈরি তার এ গাড়ি সুইচ চাপলেই চলতে শুরু করে। গরমের সময়ে আরামের জন্য গাড়িতে লাগানো হয়েছে ফ্যানও।

বুধবার (২৫ ডিসেম্বর) ৫০ বছর পূর্তি উপলক্ষে শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সাবেক ছাত্রদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো বিদ্যালয়।

তবে, সবার মধ্যে আলাদা করে নজর কেড়েছেন ইজহারুল ইসলাম ভূঁইয়া।

ইজহারুল ইসলাম ভূঁইয়া। মেরুদণ্ড স্বাভাবিক না থাকায় তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তবে, এটাকে কোনো বাধা মনে করেন না তিনি। তার স্বপ্ন ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান ইজহারুল।  ছবি: বাংলানিউজ

২০১৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫০ পেয়ে এসএসসি পাস করা ইজহারুল পড়ছেন মোহাম্মদপুর মডেল কলেজে।

স্কুলের বন্ধুদের কথা জিজ্ঞেস করতেই মৃদু হেসে বিশেষ এ বালকের উত্তর, বন্ধুরা সব সময় আমাকে সহযোগিতা করতো। ক্লাসের বিরতির সময় কোনো কোনো বন্ধু বাইরে না গিয়ে আমাকে সময় দিতো। শিক্ষকদের মধ্যে শফিক স্যার, শাহিন স্যার ফারহানা ম্যাম অনেক বেশি আদর করতেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএমআই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।