ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নুরদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
নুরদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা শহরে এই কর্মসূচি পালিত হবে।

ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাঙচুর, ভিপি নুরকে মারধর

রোববার (২২ ডিসেম্বর) রাতে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

আখতার হোসেন বলেন, রোববার মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার প্রতিবাদে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কোনো অন্যায় আমরা মেনে নেবো না। হামলাকারীদের বিচার করতে হবে। প্রশাসনের প্রশ্রয়ে সন্ত্রাসীরা ক্যাম্পাসকে রক্তাক্ত করার সাহস পেয়েছে বলেও তিনি মনে করেন।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ।  

এসময় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ তিনজনকে কক্ষে আটকে মারধর করা হয়।

দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে নুরের মারামারি: রাব্বানী

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।