ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শিক্ষককে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বশেমুরবিপ্রবিতে শিক্ষককে হত্যার হুমকি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষক হয়রানির শিকার হচ্ছে।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষাদান করা সম্ভব নয়।

এদিকে, অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী এস এম অলি উল্লাহকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়।  

বাংলাদেশে সময়: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।