ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১
জাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন বৃহস্পতিবার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২২ ডিসেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তদশ আন্তর্জাতিক গণিত সম্মেলন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।



অধ্যাপক ড. আনোয়ারুল হক শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিক প্রমুখ।

সম্মেলনে দেশ-বিদেশের গণিতবিদরা অংশ নেবেন এবং প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৭২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।