ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির এসএম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ঢাবির এসএম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমানকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাবি অর্ডার, ১৯৭৩-এর ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১১ ডিসেম্বর তাকে এ নিয়োগ দেন।

অধ্যাপক মজিবুর রহমান ঢাবির বর্তমান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্সে উত্তীর্ণ হন। কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য থেকে পিএইচডি অর্জন করেন। তিনি জার্মানি, ভিয়েনা ও সর্বশেষ ইউনাইটেড নেশন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।