ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবির জীব বিজ্ঞান অনুষদে ভর্তির কোটার ফল প্রকাশ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১
চবির জীব বিজ্ঞান অনুষদে ভর্তির কোটার ফল প্রকাশ

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদের (এইচ ইউনিট) বিভিন্ন বিভাগে প্রথম বর্ষ বিএসসি (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার মেধাভিত্তিক কোটার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার অনুষদের ডিন ড. নুরুল আনোয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের অধীনে এইচ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ইউনিটের মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, উপজাতি, অ-উপজাতি, খেলোয়াড় এবং শিল্পী কোটায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২২ জানুয়ারি জীববিজ্ঞান অনুষদ কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত না থাকলে পরবর্তীতে ভর্তির জন্য কোনো সাক্ষাৎকার এবং ভর্তির প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফলাফল জানতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।