ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবির সেই বিতর্কিত ভর্তিচ্ছুর ফলাফল স্থগিত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
বেরোবির সেই বিতর্কিত ভর্তিচ্ছুর ফলাফল স্থগিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারীর ছোটবোন মিশকাতুল জান্নাত দুই ইউনিটে ফেল করলেও ‘বি’ ইউনিটে রেকর্ড পরিমাণ নাম্বার নিয়ে প্রথমস্থান অধিকারের অভিযোগে তার ভর্তি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সংবাদমাধ্যম ও বিভিন্ন অভিযোগের সূত্রে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছি।

শনিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত মিশকাতুল জান্নাতের ভর্তি ফলাফল স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।