ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে কবি আব্দুল গফফার দত্তচৌধুরীর স্মারক বক্তৃতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
শাবিপ্রবিতে কবি আব্দুল গফফার দত্তচৌধুরীর স্মারক বক্তৃতা শাবিপ্রবিতে কবি আব্দুল গফফার দত্তচৌধুরীর স্মারক বক্তৃতা’১৯ অনুষ্ঠিত হয়েছে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কবি আব্দুল গফফার দত্তচৌধুরীর স্মারক বক্তৃতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ স্মৃতিচারণ বক্তৃতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কবি আব্দুল গফফার ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপুত্র আলী মোসতাফা চৌধুরী।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র-সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ শাহেদ। তিনি 'ছড়ার রবীন্দ্রনাথ: রবীন্দ্রনাথের ছড়া' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কবি আব্দুল গফফার দত্তচৌধুরীর প্রকাশিত কবিতা, ছড়া, গ্রন্থের পাশাপাশি অপ্রকাশিত কবিতা, গ্রন্থগুলো প্রকাশের মাধ্যমে আরও সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, বাংলা বিভাগের পাঠ্যসূচিতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভুক্ত করায় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আরও বেশী আগ্রহী হবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এইচএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।