ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি (ময়মনসিংহ): ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত দেশের সাতটি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন।

সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার ৩৫ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ (জিপিএসহ ১৭৬.০৩) এবং সর্বনিম্ন ৫০.২৫ (জিপিএসহ ১৫০.২৫)। লিখিত পরীক্ষা ও অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ (জিপিএসহ ১৩৯.৭৫) পর্যন্ত রাখা হয়েছে। মেধা তালিকায় ছেলে শিক্ষার্থী শতকরা ৫৫.১১ ভাগ ও মেয়ে শিক্ষার্থী ৪৪.৮৯ ভাগ। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ১৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে।  

অপেক্ষামান তালিকা, ভর্তি ও মাইগ্রেশনের পদ্ধতিসহ অন্যান্য সব তথ্যাদি (www.admission-agri.org) ওয়েবসাইটে ও প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।  

সংবাদ সম্মেলনে ইউজিসি সদস্য ড. আখতার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান ও কৃষি সংশ্লিষ্ট অন্য ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

৩০ নভেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।