ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনার্স ২য় বর্ষের ২৫ নভেম্বরের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
অনার্স ২য় বর্ষের ২৫ নভেম্বরের পরীক্ষা স্থগিত

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই তারিখের অন্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থগিত দর্শন বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে।

এ পরীক্ষার পূর্বঘোষিত অন্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
পিআর/আরবি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।