ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২০২০ সালে বেরোবিতে ১ম সমাবর্তন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
২০২০ সালে বেরোবিতে ১ম সমাবর্তন বেরোবি

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২০ সালে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ।

বুধবার (২০ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি ১২ বছরে পদার্পণ করেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চলে গেছেন। এখনো একটি সমাবর্তন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে আমরা প্রথম সমাবর্তন আয়োজন করবো।

তবে, ২০২০ সালের কত তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। একটি সমাবর্তনে অনেক প্রক্রিয়া থাকে এবং এখানে প্রেসিডেন্ট ২০২০ সালে কখন আমাদের সময় দিতে পারবেন সেটার ওপর সমাবর্তনের তারিখ নির্ভর করবে।

সংবাদ সম্মেলনে উপাচার্যসহ দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সব  শিক্ষকরা, গণসংযোগ দপ্তরের আরিফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত বিভিন্ন প্রেস ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।