ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউটিতে ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আইইউটিতে ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো

গাজীপুর: ‌গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের ‌বোর্ডবাজার এলাকায় অব‌স্থিত ইসলামিক ইউ‌নিভার্সিটি অব টেক‌নোল‌জির (আইইউটি) ক্যাম্পা‌সে প্রথমবা‌রের ম‌তো ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৫ ন‌ভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে আইইউ‌টি ক্যা‌রিয়ার অ্যান্ড বিজ‌নেস সোসাই‌টি। এদিন সকা‌লে আনুষ্ঠা‌নিকভা‌বে এ অনুষ্ঠানের উদ্বোধন ক‌রেন আইইউ‌টির ভাইস চ্যান্সেলর ড. ওমর ঝা।

ইসলামিক ইউ‌নিভার্সিটি অব টেক‌নোল‌জির (আইইউটি) গ্র্যাজুয়েট শিক্ষার্থী‌দের কথা চিন্তা ক‌রে ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো অনু‌ষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রা হয়।  অনুষ্ঠা‌নে ১৫টিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানিগু‌লোর ম‌ধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএ‌টি‌বি), বাংলা‌লিংক, সামিট কমিউনিকেশন ও দারাজ উ‌ল্লেখ‌যোগ্য।

আইইউটির ২২০ জ‌নেরও বেশি গ্র্যাজুয়েট এবং ১ম, ২য় ও ৩য় ব‌র্ষে অধ্যয়নরত এক হাজার ৭৫০ জ‌নেরও বেশি শিক্ষার্থী‌দের কথা চিন্তা ক‌রে এক্সপোটি সাজা‌নো হয়। আয়োজনে স্টলের পাশাপাশি সেমিনারের আয়োজন করে র‌বি, বাংলা‌লিংক ও সামিট কমিউনিকেশন।

আইইউ‌টির মুখ‌রিত প‌রি‌বে‌শে ছয় হাজা‌রেরও ‌বেশি আইইউ‌টিয়ান শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নেন। এছাড়া অনুষ্ঠা‌নের অন্যতম পৃষ্ঠপোষক হি‌সে‌বে ছিল আইইউটির অ্যালামনাইদের প‌রিচা‌লিত কোম্পানি, যার মধ্যে ব‌ন্ডস্টেইন ও সিঙ্গুলারিটি কোম্পানি উল্লেখযোগ্য।

অনুষ্ঠা‌নে সব বিভা‌গের শিক্ষার্থীরা তা‌দের সি‌ভি নি‌য়ে কোম্পানিগু‌লোর স্টল প‌রিদর্শন ক‌রেন। প‌রে তা‌দের পছন্দম‌তো কোম্পানিগু‌লোতে সি‌ভি জমা দেন।

অনুষ্ঠা‌নে অংশ নেওয়া বাংলা‌লিংকের ট্যালেন্ট ম্যানেজ‌মেন্ট লিড স্পেসা‌লিস্ট অর্থীমা নাজনূর বাংলানিউজকে জানান, তা‌দের কোম্পানি‌তে ১০ জ‌নের ম‌তো লোক নি‌য়োগ দেওয়া হ‌বে। ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো অনুষ্ঠা‌নে অংশ নেওয়ার কারণ এখান থে‌কে মেধাবীদের বাছাই করা সহজ হ‌বে। এ অনুষ্ঠান ছাড়াও অ‌নে‌কেই সি‌ভি জমা দি‌য়ে‌ছে। সেখান থে‌কে বাছাই ক‌রে প্র‌য়োজন সংখ্যক লোক নি‌য়োগ দেওয়া হ‌বে।

চাকরির আ‌বেদনপ্রার্থী আইইউ‌টির ৪র্থ ব‌র্ষের শিক্ষার্থী কাজী রা‌কিবুর রহমান বাংলানিউজকে বলেন, এ অনুষ্ঠা‌নে অ‌নেকগু‌লো কোম্পারি অংশ নি‌য়ে‌ছে। ছয়টি কোম্পানিতে সি‌ভি জমা দি‌য়ে‌ছি। এ আয়োজনের কারণে অল্প সম‌য়ের ম‌ধ্যেই এসব কোম্পানিতে সি‌ভি জমা দি‌তে পে‌রে‌ছি। এতে সময়ও কম লে‌গে‌ছে এবং কষ্টও হয়‌নি। নি‌য়োগ প্রদানকারী কোম্পানিগু‌লোই সরাসরি হা‌তের কা‌ছে চ‌লে এ‌সে‌ছে।

আইইউ‌টির ক্যা‌রিয়ার অ্যান্ড বিজ‌নেস সোসাই‌টির সভাপ‌তি না‌ভিদ ফজ‌লে রা‌ব্বি বাংলানিউজকে ব‌লেন, ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো অনু‌ষ্ঠান‌টি সফলভা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আশা কর‌ছি পরবর্তী বছরগু‌লো‌তে একইভা‌বে সফলতার সঙ্গে অনুষ্ঠান‌টি প‌রিচালনা কর‌তে পারবো। ভ‌বিষ্যতে ব্যাপক আকা‌রে এ ধরনের অনুষ্ঠান আ‌য়োজন করার প‌রিকল্পনা র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ন‌ভেম্বর ১৫, ২০১৯
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।