ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগরের পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
জাহাঙ্গীরনগরের পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন নওফেল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপমন্ত্রী ব্রিফ করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।
 
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার (৫ নভেম্বর) অবরুদ্ধ অবস্থা থেকে উপাচার্যকে মুক্ত করে ছাত্রলীগ।

উদ্ভূত পরিস্থিতিতে ওইদিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘেষণা করা হয়।
 
আন্দোলনকারীদের অভিযোগ, ওই সময় ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উপাচার্যকে বরখাস্তের জন্য বিশ্ববিদ্যালয়টির আচার্যের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলর্মী।
 
ফারজানা ইসলামের অপসারণের দাবিতে এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বুধবারও ক্যাম্পাসে কর্মসূচি পালিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।