ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোটের পর ভিকারুননিসার গভর্নিং বডি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ভোটের পর ভিকারুননিসার গভর্নিং বডি গঠন

ঢাকা: অভিভাবক প্যানেলের ভোটের পর নির্বাচিতদের নিয়ে রাজধানীর নামি ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের গভর্নিং বডির অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে সদস্য সচিব করে ১১ সদস্যের গভর্নিং বডির অনুমোদন দিয়ে সোমবার (০৪ নভেম্বর) অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
 
গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটিতে অভিভাবক প্যানেলে ভোট অনুষ্ঠানের পর নির্বাচনে বিজয়ীদের নিয়ে গভর্নিং বডি গঠিত হয়েছে।


 
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই গভর্নিং বডির অনুমোদন দেওয়া হলো।
 
গভর্নিং বডির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পরবর্তী দুই বছর কার্যকর থাকবে। পত্র ইস্যুর ৩০ দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠান নিশ্চিত করে বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে।
 
গভর্নিং বডিতে সাধারণ শিক্ষক সদস্য হিসাবে রয়েছেন বাদরুল আলম ও ফাতেমা জোহরা হক। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হলেন জান্নাতুল ফেরদৌস।
 
অভিভাবক সদস্যরা হলেন- এবিএম মনিরুজ্জামান, মুর্শিদা আক্তার, সিদ্দিকী নাছির উদ্দিন, ওহেদুজ জামান মন্টু ও গোলাম বেনজীর।
 
আর অ্যাডভোকেট রীনা পারভীন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসাবে গভর্নিং বডিতে রয়েছেন।
  
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।