ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে সাত দফা দাবিতে ছাত্র ফন্টের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ফেনীতে সাত দফা দাবিতে ছাত্র ফন্টের অবস্থান কর্মসূচি

ফেনী: শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধসহ সাত দফা দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রোববার (৩ নভেম্বর) দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়।  

এসময় সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ফেনী শহর শাখার আহ্বায়ক নয়ন পাশার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য সদস্য সচিব রাখেন পংকজ নাথ সূর্য্য, কমিটির সদস্য কাজী সাগর, আজহার হোসেন, ইভান তাহসিন, ফুয়াদ মাহমুদ প্রমুখ।

 

দাবিগুলো হলো-তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ছাত্রসংসদ নির্বাচন দেওয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সঙ্কট নিরসনে স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বছরে ২১০দিন ক্লাস চালু করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্কট নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া, ঢাবি অধিভুক্ত সাত কলেজের সঙ্কট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা ও গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ফি বন্ধ করা, বাণিজ্যিক নাইট কোর্স ও ইউজিসির কৌশলপত্র বাতিল করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক গ্রেডিং পদ্ধতি বাতিল করা, বছর বছর সেমিস্টার ফি বাড়ানো বন্ধ করা ও অভিন্ন টিউশন ফি বন্ধ নীতিমালা প্রণয়ন করা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করা, উচ্চশিক্ষা কমিশন বাতিল করে স্বায়ত্তশাসন নিশ্চিত করা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপিড়নবিরোধী সেল কার্যকর করা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।