ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির মুহসীন হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ঢাবির মুহসীন হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ঢাবির মুহসীন হলের ছাদ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে হল পরিচ্ছন্নতা কর্মীরা এ সব অস্ত্র উদ্ধার করে।

হলের ডাইনিংয়ের ছাদ ঝাড়ু দিতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেটে ১০টি রামদা, দু’টি বড় চুরি ও দু’টি লোহার পাইপ পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকজন বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭, ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, বিষয়টা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য পেলে নিয়মিত অভিযান চালাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা অক্টোবর ৩০, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।