ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে ঢাবির গণরুম আন্দোলন স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
উপাচার্যের আশ্বাসে ঢাবির গণরুম আন্দোলন স্থগিত ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্যের আশ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণরুম সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন।

গণরুম সমস্যা সমাধানে তিনি পদক্ষেপ নেবেন। এবার যারা প্রথমবর্ষে ভর্তি হবে তাদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে সকালে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমের সমস্যা সমাধান না করায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে পুঁজি করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি কক্ষে গাদাগাদি করে রেখে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধ্য করা হয়। তাদের এই কক্ষগুলো গণরুম নামে পরিচিত। ডাকসু নির্বাচনের পর হল থেকে বহিরাগত ও অছাত্রদের বের করে নিয়মিত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়ার দাবি জোরালো হয়।

ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটির সদস্য সৈকত কবি জসীম উদ্‌দীন হলের শিক্ষার্থী। ডাকসু নির্বাচনের সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুম সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় নিজের বৈধ রুম ছেড়ে গণরুমে ওঠেন। এরপর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভিসির বাড়িতে অবস্থান কর্মসূচিতে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ায় তার বাসভবনের সামনেই বসে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা ‘ছাত্র অধিকার মুক্তি পাক, অত্যাচারী নিপাত যাক’, ‘আমার কোনো সিট নাই, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।