ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির আইবিএ গ্র্যাজুয়েশন সেরিমনিতে সনদ নিলেন ৩৮৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ঢাবির আইবিএ গ্র্যাজুয়েশন সেরিমনিতে সনদ নিলেন ৩৮৮ জন

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) গ্র্যাজুয়েশন সেরিমনি ২০১৯। 

শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ও গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএ পরিচালক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

গ্র্যাজুয়েশন সেরিমনিতে বিবিএ ২৩তম ব্যাচ, এমবিএ ৫৬ ও ৫৭ তম ব্যাচ এবং ইএমবিএ ২৭, ২৮ ও ২৯তম ব্যাচ এবং ডিবিএ প্রোগ্রামের সব মিলিয়ে ৩৮৮ জনকে সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমইউএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।