ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাবি না মানলে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
দাবি না মানলে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা/ছবি: বাদল

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসিসহ ১০ দফা দাবি শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ২টার মধ্যে না মানলে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে একথা জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দাবি না মানলে আমরা বাধ্য হবো ১৪ তারিখ যেন কোনো ভর্তিপরীক্ষা না হয় তার ঘোষণা দিতে।

শিক্ষার্থীরা বলেন, আমরা আশা করছি একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষার বিষয়ে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেবে। কারণ আমরা চাই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়ুক।  

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীদের ১০ দফা দাবি বিষয়ে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো কিছু অবহিত করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক।  

সেই সঙ্গে বুধবার (৯ অক্টোবর) কুষ্টিয়ায় ফাহাদের পরিবারের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়।  

 

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।