ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে 'সাস্ট মুনা’র দ্বিতীয় জাতীয় সম্মেলন শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
শাবিপ্রবিতে 'সাস্ট মুনা’র দ্বিতীয় জাতীয় সম্মেলন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসেম্বলি’র (সাস্ট মুনা) দ্বিতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির  উদ্দিন আহমদ, ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকারসহ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক জহির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কো-কারিকুলার অ্যাকটিভিটিজ কর্মকাণ্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'সাস্ট মুনা' একটি আন্তর্জাতিক সংগঠন। তোমরা এ সংগঠনে জড়িত থাকায় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় অনেক এগিয়ে থাকবে এবং অনেক কিছু শিখতে পারবে।

পরে সম্মেলনের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি শুরু হয়।  

অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিনে শিক্ষার্থীরা কূটনৈতিক আলাপচারিতা ও বিতর্কের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করবে।

চতুর্থ দিনে রাখা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ।  

সম্মেলনে দেশের ১৯টি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯ 
এইচএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।