ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১০ দিনের ছুটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১০ দিনের ছুটি

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঈদুল আজহা উপলক্ষে ৮ আগস্ট থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. হরিপদ শীল বলেন, ৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১৭ আগস্ট (শনিবার) সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।