ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার। দুই পর্বে অনুষ্ঠিত এ পরীক্ষার কেন্দ্রগুলো হলো- বরিশাল বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস, বরিশাল জিলা স্কুল, মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বিএম কলেজে ও বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ।

এ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হারুনুর রশিদ খান বলেন, বরিশাল নগরীর ৮টি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৪শ আসনের বিপরীতে ৯ হাজার ৯২৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। কোন কেন্দ্রে সামান্য অনিয়মের খবর পেলে ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক টিম থাকবে।  

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে গ্রহণের জন্য সকলের সহযোগিতা চেয়ে বলেন, দেশ মুক্ত দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষা উপহার দিবে।

বরিশাল জিলা স্কুলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে বেলা ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসি বলেন, ফলাফলে যাতে কোন কারচুপি না হয় সে জন্য ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়ার ঘোষনা দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ঘটনাটি অনাকাংখিত উল্লেখ করে তিনি বলেন, আশা করছি এমন ভুল আমাদের হবে না।

সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য প্রফেসর মোঃ হানিফ, সিরাজউদ্দিন আহমেদ, প্রফেসর আক্তারুজ্জামান, প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার, পরীক্ষাকেন্দ্রের পক্ষে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোcvল দাস, বরিশাল কলেজ অধ্যক্ষ একেএম মজিবুর রহমান, হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, বরিশাল জিলা স্কুল প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত ডিআইজি ভানু লাল দাস, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাংবাদিক এ্যাড. এস এম ইকবাল, মুরাদ আহমেদ, আ’লীগ নেতা আনোয়ার হোসাইন, শিক নেতা মহসিন উল ইসলাম হাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।

দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৮ সালের ২৯ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

র্কীর্তনখোলা নদীর তীরে বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের ৫০ একর জমির উপর ৯০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় ২০১১ সালের জুন থেকে স্থাপনের কাজ চলছে।

বরিশাল জিলা স্কুলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০১১/১২ শিক্ষা বর্ষে পাচটি বিষয়ের শিক্ষার্থীদের চালু হচ্ছে। বিষয় পাঁচটি হলো- ব্যবস্থপনা, ইংরেজী, সমাজবিজ্ঞান, অর্থনীতি ও গনিত।

বাংলাদেশ সময়: ১৮৩৫ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।