ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক মাকসুদ কামাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক মাকসুদ কামাল অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি)  টিএসসির শিক্ষক লাউঞ্জে নীল দলের এক সাধারণ সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

এরা হলেন- লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য  ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

অধ্যাপক মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, আগামী এক বছরের জন্য এ নতুন কমিটি গঠিত হয়েছে। সবার সহযোগিতা পাবো বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।