ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-মাদ্রাসা শিক্ষায় ১৯২৫ কোটি টাকার অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
প্রাথমিক-মাদ্রাসা শিক্ষায় ১৯২৫ কোটি টাকার অনুদান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা: প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় সাব-সেক্টররের মান, প্রাসঙ্গিকতা এবং দক্ষতরা উন্নয়নে ২০৫ দশমিক ৫০ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং ইইউ-এর মধ্যে চুক্তিসই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইইউ’র পক্ষে রাষ্ট্রদূত রেনজি টেরিংক চুক্তিতে সই করেন।

‘প্রাইমারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম-৪ প্রকল্পের আওতায় অনুদান দিলো সংস্থাটি।

তবে এ কর্মসূচিতে মোট ব্যয় হবে ৩৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, ইউনিসেফ এ প্রকল্পের আওতায় ঋণ-অনুদান দেবে।

‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ প্রকল্পেও এ অনুদান ব্যবহার করা হবে। এ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নতমানের শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশব্যাপী দ্রুত শিক্ষার বিস্তার ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া গতিশীল ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।