ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪১তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাথলেটিকস ও অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি অধ্যাপক এম নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারীদের মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন অনুষদের কর্মকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু কর্মকর্তাদের এবং কৃতী খেলোয়াড় মো. শরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান।

দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।