ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর ডাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মলন করে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান।  

**ডাকসু নিয়ে সিদ্ধান্ত: ইতিবাচক ছাত্রলীগ, হতাশ অন্যরা

তিনি বলেন, যেসব শিক্ষার্থী প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল পর্যায়ে অধ্যয়নরত আছেন এবং যারা বিভিন্ন আবাসিক হলে আবাসিক অনাবাসিক শিক্ষার্থী হিসেবে সংযুক্ত রয়েছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনোক্রমেই ৩০ এর অধিক হবে না কেবল তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের ভোটার হতে পারবেন।

ভোটারই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে উল্লেখ করে তিনি বলেন, যারা সান্ধ্যকালীন বিভিন্ন কোর্স, প্রোগ্রাম, প্রফেশনাল এক্সিকিউটিভ, স্পেশাল মাস্টার্স, ডিপ্লোমা, এমএড, পিএইচডি, ডিবিএ, ল্যাঙ্গুয়েজ কোর্স, সার্টিফিকেট কোর্স অথবা এ ধরনের অন্যান্য কোর্সে অধ্যয়নরত আছেন তারা ভোটার হতে পারবেন না।

তবে ৩০ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা যে কোর্সেই অধ্যয়নরত থাকেন না কেন তারা ভোটার হতে পারবেন না। সরকারি-বেসরকারি অথবা দেশে বা বিদেশে যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষার্থী ভোটার হতে পারবেন না। অধিভুক্ত ও উপাদানকল্প প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী ভোটার হতে পারবেন না।

ভোটকেন্দ্র নিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান বলেন, গঠনতন্ত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আবাসিক হলে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সুপারিশ, প্রস্তাব এবং সময়ের চাহিদা বিবেচনা করে কয়েকটি সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে।

ডাকসুর সভাপতির ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবনার বিষয়টিও সিন্ডিকেট বিবেচনায় নিয়েছে। সিন্ডিকেটের কার্যাবলী অনুমোদন হওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নির্বাচনের আচরণ বিধি
লিফলেট বা হ্যান্ডবিলে শুধু সাদাকালো ছবি ব্যবহার করা যাবে, হল সমূহে সিসিটিভি ব্যবস্থা আছে, প্রয়োজনবোধে হল প্রাধ্যক্ষ আরো সিসিটিভির ব্যবস্থা করবেন, বিদ্যুৎ সরবরাহ মোবাইল নেটওয়ার্ক নিরিবচ্ছিন্ন রাখা হবে, পরিচালনার সময় সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত রাখা হয়েছে, সভা-সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চালানো যাবে, কোনো প্রকার স্থাপনা, যানবাহন ও দেয়ালে লিখন বা লিফলেট-হ্যান্ডবিল না লাগানোর বিষয়টি সংযোজিত হয়েছে, সভা-সমাবেশের অনুমতি গ্রহণের সময় ৪৮ ঘণ্টা পূর্বের পরিবর্তে ২৪ ঘণ্টা পূর্বে রাখা হয়েছে, গঠনমূলক সমালোচনার সুযোগ সবসময় আছে, ছাত্র সংগঠনগুলোর কোনো প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হয়রানি করা হবে না, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি বসানো আছে প্রয়োজনে আরো বসানো হবে, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯/আপডেট: ২১১৪ ঘণ্টা
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।