ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জবির ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ  জবির ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ মার্চ থেকে শুরু হবে।

বুধবার (২৩ জানুয়ারি) সমাবর্তন আয়োজনে গঠিত কমিটির সভা শেষে বাংলানিউজকে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

তিনি আরো জানান, রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি পাওয়া সাপেক্ষে চলতি বছরের নভেম্বরের কোনো একদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
কেডি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।