ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লাঞ্ছিতের ঘটনায় হাবিপ্রবির ২ শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
লাঞ্ছিতের ঘটনায় হাবিপ্রবির ২ শিক্ষক বরখাস্ত

দিনাজপুর: রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তাদের বরখাস্ত করা হয়।  বরখাস্ত শিক্ষকরা হলেন- সহকারী অধ্যাপক মহসীন আলী ও আবু বকর সিদ্দিক।

লাঞ্ছিতের শিকার হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সফিকুল আলম বিষয়টি বাংলানিউজকে জানান, তার ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রারের কক্ষে কথা বলার সময় শিক্ষক দ্বারা লাঞ্ছিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।