ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
যবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ, বি, সি, ডি, ই’ এবং এফ ইউনিটেরই ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, শুক্রবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে এ ইউনিটে পাস করেন তিন হাজার ৮৭ জন। এ ইউনিটে পাশের হার ৩১ দশমিক ৬৬ শতাংশ। বি ইউনিটে পাস করেন তিন হাজার ১০ জন।  বি ইউনিটে পাসের হার ৩৪ দশমিক ৪০ শতাংশ। সি ইউনিটে পাস করেন চার হাজার ৭ জন। সি ইউনিটে পাসের হার ৪৮ দশমিক ০৮ শতাংশ। ডি ইউনিটে পাস করেন এক হাজার ৩২১ জন।  ডি ইউনিটে পাসের হার ৪৮ দশমিক ৮৭ শতাংশ। ই ইউনিটে পাস করেন ২৯৪ জন।  ই ইউনিটে পাশের হার ৬৩ দশমিক ০৯ শতাংশ। ৩০টি আসনের মধ্যে ১৫টি আসন জাতীয় দল ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড় দ্বারা পূরণ করা হবে। বাকি ১৫টি আসন মেধা তালিকা থেকে পূরণ করা হবে। তবে খেলোয়াড় কোটার ১৫টি আসন পূরণ না হলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এফ ইউনিটে পাস করেন ৬৩৬ জন। তাদের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা হতে ৪৭৭ জন, বিজ্ঞান শাখা হতে ১২০ জন এবং মানবিক শাখা হতে ৩৯ জন পাস করেন। এফ ইউনিটে পাসের হার ৪০ দশমিক ৫৬ শতাংশ। এ বছর ৯১৫ আসনের বিপরীতে ৪৪ হাজার ২০৬ জন আবেদন করেছেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী।  

এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৪টি বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে।

এর আগে ২২ ও ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  www.just.edu.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।