ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সম্পন্ন পরিদর্শনে এসে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রক্টর বাংলানিউজকে বলেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

** ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুরু

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।