ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বক্তব্য রাখছেন প্রফেসর আব্দুল মান্নান। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের যথাযথ নির্দেশনার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক বাজেট বরাদ্দ করেছে।

সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের তত্ত্বাবধানে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা’ বিষয়ক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার শিক্ষার মানোন্নয়নে অতীতের যেকোন সরকারের চেয়ে বেশি যত্নবান।

কনফারেন্সে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এসএম কবির, হাবিপ্রবির ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।